
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে গিয়ে উপাচার্য তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন।
এদিকে বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে ৫ দফা দাবি ঘোষণা করে। তারা জানায়, দাবি না মানা পর্যন্ত শাহবাগেই অবস্থান কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, উপদেষ্টাদের সরাসরি এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। হামলাকারীদের আটক ও চাকরি থেকে বহিষ্কার করতে হবে। পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না। প্রকৌশল খাতের ‘অপমৃত্যু’ হয়েছে উল্লেখ করে আন্দোলনকারীরা গায়েবানা জানাজাও পড়েন।
এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করে শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।



























