
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্কিনো বিজনেস ইন্টেলিজেন্স কেস প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনালে আগামীকাল রোববার। ইউআইইউ’র মাল্টিপারপাস হলে আয়োজিত ফাইনাল রাউন্ডে নির্বাচতি দশটি দল অংশ নেবে।
দ্য বিউটি সায়েন্স ও ইউআইইউ এইচআর ফোরামের যৌথ আয়োজনে স্কিনো বিজনেস এক্সিলেন্স কেস কম্পিটশিন চারটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ ছিল ‘বিউটি ব্রেইনস্টর্ম’—অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতা, যেখানে শিল্পসংক্রান্ত জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা হয়। দ্বিতীয় ধাপে ‘কেস অ্যান্ড কাঠামো মাস্টারক্লাস’— যেখানে প্রথম ধাপ থেকে নির্বাচিত সেরা ৫০ দলকে নিয়ে বিশেষ কর্মশালা, যেখানে কেস সমাধানের কৌশল শেখানো হয়। তৃতীয় ধাপ ছিল সেমিফাইনাল ‘গ্লো-আপ গেটওয়ে’— নির্দিষ্ট সময়ে সরাসরি একটি কেস সমাধান প্রতিযোগীতা। সেখান থেকে চতুর্থ এবং চূড়ান্ত ধাপে আগামীকাল সেরা ১০ দল ‘দ্য আলটিমেট মেকওভার’ পর্বে শিল্প বিশেষজ্ঞ প্যানেলের সামনে তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ ব্যবসায়িক সমাধান উপস্থাপন করবে।
প্রতিযোগীতায় মোট ১৫৯টি দল অংশ নেয়। সেখান থেকে নির্বাচিত সেরা ১০ দল আগামীকালের চূড়ান্ত পর্বে লড়বে।
প্রতিযোগীতার চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। প্রথম রানার আপ দল ১৫ হাজার এবং দ্বিতীয় রানার আপ দল পাবে ১০ হাজার টাকা পুরস্কার। এছাড়া থাকবে ট্রফি এবং সনদপত্র।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, দলগত কাজ এবং কৌশলগত বিশ্লেষণ দক্ষতা বাড়াতে এবং দ্রুত বিকাশমান বিউটি ও স্কিন কেয়ার শিল্পে তাদের ক্যারিয়ার তৈরিতে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে।



























