
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ইট-পাটকেল ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়ে চবির মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২৪-২৫ সেশনের এক ছাত্রী নির্ধারিত সময়ে বাসায় ফিরলেও দারোয়ান দরজা খুলতে রাজি হচ্ছিল না। ছাত্রীটি জোরে ডাক দিলে দারোয়ান অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি শিক্ষার্থীর গলায় চড় মারেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন। ভুক্তভোগীর রুমমেটরা এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শিক্ষার্থী আল মাসনুন বলেন, “ছোট ভাইদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দারোয়ান পালিয়ে গেলে পরে তাকে ধরে ফেলি। কিন্তু তখন স্থানীয়রা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় আইন বিভাগের ২০-২১ সেশনের ইমতিয়াজ গুরুতর আহত হন।”
সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন রক্তাক্ত হন। এছাড়া দায়ের কোপেও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার জানান, “আমরা খবর পেয়েই নিরাপত্তাকর্মী ও পুলিশকে জানিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”



























