বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।
রোববার (৩১ আগস্ট) রাতে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে, কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভিসি ও একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে জয়নুল আবেদিন মিলনায়তনে আটকে রাখে, দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
পরবর্তীতে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে সমঝতার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে বহিরাগতরা এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। পরে শিক্ষকদের বের করা হয় এবং শিক্ষার্থীরা বিভিন্ন হলে ফিরে আসে।



























