শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
শেয়ার

চীনে অদ্ভুত সিঁড়ি আরোহণ প্রতিযোগিতা


stair

চীনে আছে এক মজার খেলা- সিঁড়ি আরোহণ। দেশটির হুনান প্রদেশের চাংচিয়াচিয়ে শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মনোরম থিয়ানমেন পর্বতে ‘স্বর্গের সিঁড়ি’র ৯৯৯টি ধাপ অতিক্রম করতে ছুটে যান।

থিয়ানমেন পর্বতটি রোমাঞ্চকর সিঁড়ি-দৌড়ের জন্য বিখ্যাত, যার গড় ঢাল ৪৫ ডিগ্রি ও দূরত্ব ১৫০ মিটার।

এবারের প্রতিযোগীতায় দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ে চাওইয়াং পুরুষদের শিরোপা জিতেছেন, অন্যদিকে পূর্ব চীনের শানতোং প্রদেশের চাং কেচুন নারীদের দৌড়ে জয়ী হয়েছেন।

শিরোপাজয়ী ইয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এখনও খুব নার্ভাস কারণ আরোহণের পথটি সত্যিই কঠিন ছিল। যদিও আমি জিতেছি, তবুও আমি এখনও শান্ত হইনি, মনে হচ্ছে কী ভারী দৌড়টাই না দিয়েছি ‘

প্রতিযোগিতা উপলক্ষে থিয়ানমেন পর্বতের একটি আঁকাবাঁকা রাস্তায় প্রায় ৮০০ অপেশাদার দৌড়বিদ আরেকটি প্রতিযোগিতায় অংশ নেন।