
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপের ভর্তি ফল প্রকাশ করা হয়েছে। এবার ৫,২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে মনোনীত হননি। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ভর্তির পরিসংখ্যান বলছে, সারা দেশে ৩৭৬টি কলেজে একটিও শিক্ষার্থী ভর্তি হয়নি। ১৬টি কলেজে শিক্ষার্থীদের কোনো আগ্রহই দেখা যায়নি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও একাদশে ভর্তি কমিটির সমন্বয়কারী অধ্যাপক মো. রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে নিজের ফলাফল দেখতে পারবেন। আবেদনকারীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পাশাপাশি আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরে এসএসএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।
গত ২৮ আগস্ট রাতে একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি ফল প্রকাশিত হয়েছিল। সেই সময় ১০,৮২৬ জন শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারেননি। তাদের মধ্যে ১,৪১৮ জন শিক্ষার্থী এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিলেন।
ভর্তি নীতিমালা অনুযায়ী, তিন ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর এবং চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।



























