শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ সেপ্টেম্বর ২০১৪, ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার

ঢামেকে ছাত্রলীগের দু’ গ্রুপে সংঘর্ষ, হল বন্ধ ঘোষণা


fazle_rabbi-hall_dmcঢাকা মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায় নি।

ঢামেক সুত্রে জানা গেছে, কলেজ ছাত্রলীগ সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক ফাহাদ গ্রুপের মধ্যে বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষ হয়। অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

এদিকে ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ছাত্রদের একমাত্র আবাসিক ছাত্রাবাস ডা. ফজলে রাব্বী হল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ছাত্রদেরকে সন্ধ্যা সোয়া ছয়টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে কলেজ বন্ধ করা হবে কিনা তা আগামী শনিবার কলেজ কর্তৃপক্ষ সভায় বসে সিদ্ধান্ত নেবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অধ্যক্ষ ইসমেইল খান।
শেষ খবর পাওয়া পর্যন্ত হলের সামনে অতিরিক্ত পুলশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।