
ছয় বছরের দীর্ঘ বিরতির পর আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
গত ২৬ আগস্ট থেকে শুরু হওয়া টানা ১৩ দিনের প্রচারণা রবিবার রাতে শেষ হয়েছে। এই সময়ে প্রার্থীরা একাডেমিক ভবন, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, মল চত্বর, কার্জন হলসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। রাতে আবাসিক হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। নারী শিক্ষার্থীদের জন্য হলে হলে আলাদা প্রজেকশন মিটিংও হয়েছে।
নির্বাচনে ভোটগণনা হবে ওএমআর মেশিনে। হাতে গোনা ১০টি ব্যালট পেপারের ফল মেশিনে যাচাই করার পর মিললে গণনা চলবে প্রযুক্তিনির্ভর এই পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এতে ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা সম্ভব হবে।
ভোট শেষ হলে প্রতিটি কেন্দ্রে সরাসরি ভোটগণনা এলইডি স্ক্রিনে দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “গুজব একটি সামাজিক ব্যাধি। ডাকসু নির্বাচন ঘিরে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হতে পারে। শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ দেখে সঠিক তথ্য নেবেন।”
জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা রবিবার বটতলায় শপথ নেন। নির্বাচিত হলে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, ভিন্নমত দমন না করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতি দেন তারা। শপথ পাঠ করান সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।
তাদের অঙ্গীকারে উঠে এসেছে- গণরুম ও গেস্টরুম নির্যাতন বন্ধ, নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন, সমঅধিকার, সাশ্রয়ী খাবার ও চিকিৎসাসেবা, অনলাইন নিরাপত্তা, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং ডাকসুর রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রতিশ্রুতি।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার বলেছেন, “নির্বাচন কমিশন প্রতিদিনই নিরপেক্ষতা হারাচ্ছে। ভোটকেন্দ্রগুলো শিক্ষার্থীদের অনুকূলে করা হয়নি।”
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের ফোনে চাপ দিয়ে ভোট আদায় ফ্যাসিবাদী কায়দা।”
প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু বলেছেন: “অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিলে সমীকরণ বদলে যাবে।”
শিক্ষক নেটওয়ার্ক নির্বাচন নিয়ে অনিয়মের শঙ্কা প্রকাশ করে ১০ দফা দাবি জানিয়েছে। ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) দিয়েছে ভুয়া ভোট প্রতিরোধ, ওএমআর মেশিনের স্বচ্ছতা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর নজরদারির মতো প্রস্তাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনী উন্মাদনায় সরগরম। টিএসসি থেকে শুরু করে আবাসিক হলগুলোয় আলোচনা কেবল একটাই- কালকের ভোট।



























