জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এবারের নির্বাচনে জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি চারটি পদের মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং দুটি স্বতন্ত্র প্রার্থীর দখলে গেছে।
শীর্ষ পদে বিজয়ী হয়ে আলোচনায় এসেছেন আবদুর রশিদ জিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক।
জুলাই আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনেও অগ্রণী ভূমিকা রাখেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে প্রথম মার খেয়ে আলোচনায় আসেন জিতু। পরবর্তীতে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্ম গড়ে ক্যাম্পাসে নানা কর্মসূচিতে নেতৃত্ব দেন।
ব্যক্তিজীবনে জিতুর বেড়ে ওঠা শরীয়তপুরের গোসাইরহাটে। কোদালপুর হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারি শামসুর রহমান কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি তেজগাঁও সরকারি কলেজে ভর্তি হন। পরে দ্বিতীয়বার চেষ্টা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বাঁধনের আলবেরুনি হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
সাম্প্রতিক সময়ে তিনি শুধু রাজনীতি নয়, মানবিক উদ্যোগেও এগিয়ে এসেছেন। বন্যাদুর্গতদের সহায়তা, শহীদ-আহতদের পরিবারকে সাহায্য, শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানে তার সরব উপস্থিতি তাকে শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।



























