শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক


chaksu

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে এ কার্যক্রম শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এরপর ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান চলবে।

তিনি বলেন, “মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীকে ডোপ টেস্টের জন্য একটি কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে প্রার্থীকে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিতে হবে। ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।”

মনোনয়নপত্র সংগ্রহের জন্য ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং হল সংসদের ক্ষেত্রে ২০০ টাকা।

নির্বাচনের আয়োজন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। শতভাগ স্বচ্ছতার সঙ্গে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।