শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শেয়ার

জকসু নির্বাচন ২৭ নভেম্বর


JU
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। এরপর ১১তম দিনে নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে কমিশন।

নির্বাচন কমিশন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করবে। পাশাপাশি ভোটার তালিকা তৈরি, খসড়া তালিকা প্রকাশ, আপত্তি ও সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এরপর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রচারণার সুযোগ থাকবে। সবশেষে ২৭ নভেম্বর ভোটগ্রহণ শেষে অফিসিয়াল ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপসহ তিন দফা দাবিতে অনশন করেছিলেন শিক্ষার্থীরা। প্রশাসনের এ ঘোষণায় তাদের অন্যতম দাবিটি পূর্ণ হলো।