শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
শেয়ার

ডিসেম্বরে হচ্ছে না বইমেলা


book-fair

ফাইল ছবি

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। জাতীয় নির্বাচন সামনে থাকায় নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজনের আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মেলা স্থগিতের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্ধারিত তারিখে বইমেলা আয়োজন করা সম্ভব নয়।

এর আগে জাতীয় নির্বাচন বিবেচনায় এনে ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বইমেলার প্রস্তাবিত তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে নতুন তারিখ প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।