শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৬ অক্টোবর ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
শেয়ার

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, বদলাবে প্রশ্নপত্রের ধরন


Medical

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, “আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা ইতোমধ্যেই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি।”

তিনি আরও জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো বহুনির্বাচনি প্রশ্নের (এমসিকিউ) পাশাপাশি থাকবে লিখিত অংশও। লিখিত অংশে ১০ থেকে ২০ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশ্নপত্রের এই পরিবর্তনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিশ্লেষণমূলক দক্ষতা ও চিকিৎসা-ভাবনা যাচাই করা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অনেকে।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর জানায়, পরীক্ষার দেড় মাস আগে আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করা হবে।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় এবার প্রশ্নপত্রে লিখিত অংশ সংযোজনকে শিক্ষাবিদেরা “ইতিবাচক উদ্যোগ” হিসেবে দেখছেন। তাদের মতে, এই পরিবর্তন ভবিষ্যৎ চিকিৎসকদের যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা এবং নৈতিক দৃষ্টিভঙ্গি যাচাইয়ে নতুন দিগন্ত খুলে দেবে।