শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৯ অক্টোবর ২০২৫, ৬:৫০ অপরাহ্ন
শেয়ার

বিশ্ব র‌্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়ে দেশের সেরা অবস্থান ধরে রাখল ঢাবি


DU

আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য পেল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছর ঢাবির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে, যা দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান ধরে রাখারই প্রমাণ।

বুধবার (৯ অক্টোবর) টিএইচই’র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাংকিংয়ে বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছর ঢাবির অবস্থান ছিল ১০০১–১২০০-এর মধ্যে।

ঢাবির জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গবেষণার পরিবেশ, গবেষণার মান ও শিল্পখাতের সঙ্গে অংশীদারিত্বে উন্নতির কারণে বিশ্ববিদ্যালয়টির অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নীত হয়েছে। এ বছর গবেষণার পরিবেশ সূচকে ১০.৩ থেকে বেড়ে হয়েছে ১৩.৩, গবেষণার মানে ৬৭.২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১.৪ থেকে বেড়ে হয়েছে ৩৩.২। শিক্ষা সূচকে পয়েন্ট ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে পয়েন্ট ৪৫ অর্জন করেছে ঢাবি।

বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় গঠিত ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষঅধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এতে যুক্ত আছেন।

অর্জন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “এই সাফল্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফসল।”

এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস-এর র‌্যাংকিংয়েও ঢাবি দেশসেরা অবস্থান ধরে রেখেছে। চলতি বছর কিউএস র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।