
রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে (আইএইচএসবি) ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টার চালু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশে প্রথমবারের মতো কোনো স্কুলের সঙ্গে সরাসরি অংশীদারিত্বে ইংরেজি ভাষা শিক্ষাদান শুরু করল ব্রিটিশ কাউন্সিল।
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি শিক্ষাদান নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই কার্যক্রম চালু হয়েছে। এই সেন্টার ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মানসম্পন্ন ইংরেজি শেখার সুযোগ করে দেবে। এটি ঢাকার ফুলার রোড ব্রিটিশ কাউন্সিল সেন্টারের পরিপূরক শাখা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আইএইচএসবির প্রাইমারি সেকশনের প্রধান নাজমুন নাহার বলেন, এই কেন্দ্রে শিশুরা আনন্দের সঙ্গে ইংরেজি শেখার দক্ষতা বাড়াতে পারবে। প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, ইংরেজিতে পারদর্শিতা বর্তমানে বৈশ্বিক প্রস্তুতির অংশ। আমাদের শিক্ষার্থীরা এখানে কাঠামোবদ্ধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঠক্রমের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
স্টারলিং এডুকেশনের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার বলেন, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, এই সহযোগিতা তরুণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বৈশ্বিক সংযোগের দক্ষতা অর্জনে সহায়তা করবে।
গত ৯০ বছর ধরে ব্রিটিশ কাউন্সিল শিক্ষা, সংস্কৃতি ও ভাষা কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাসের সেতুবন্ধন গড়ে তুলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সক্ষমতা অর্জন করছে।



























