রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১২ অক্টোবর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৫৩ জন


Dengue

ফাইল ছবি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারণব্যাধি এই জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন—ঢাকা বিভাগে ১৯৭ জন (এর মধ্যে উত্তর সিটিতে ১৪৭ জন ও দক্ষিণ সিটিতে ১২২ জন), চট্টগ্রামে ১০৭ জন, বরিশালে ১৪১ জন, খুলনায় ৯৩ জন, রাজশাহীতে ৬৯ জন, ময়মনসিংহে ৪৬ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৮ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর নিশ্চিত করেছে। একই সময়ে ৫৪ হাজার ৫৫৯ জন রোগীকে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন, পানি জমে থাকা স্থান এবং মশকনিধন কার্যক্রমে শৈথিল্যের কারণে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। তারা নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস এবং দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন।