
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয় এবং গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ফলাফল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থাপন করেছে ১৪টি এলইডি স্ক্রিন, যাতে সরাসরি ভোট গণনার প্রক্রিয়া দেখা যাচ্ছে।
চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া পুরো নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।” বিকেল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে বলেও তিনি জানান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে স্থাপন করা হয় ৬৮৯টি বুথ।
ভোট গণনা শেষে রাতেই প্রাথমিক ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ফলাফলের দিকে তাকিয়ে এখন প্রার্থীরা ও সমর্থকরা।



























