শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৬ অক্টোবর ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার

রাকসু নির্বাচন: ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে স্ক্রিনে


RUCSU

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে গণনা করা হচ্ছে মন্নুজান হলের ব্যালট।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে বিকেল পৌনে ৫টার মধ্যে ব্যালট বাক্সগুলো মিলনায়তনে আনা হয়। এরপর পৌনে ৮টায় সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু করেছি। ধারাবাহিকভাবে প্রতিটি হলের ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।”

রাকসুর টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. মামুনুর রশিদ খন্দকার জানান, সন্ধ্যায় সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ওএমআর মেশিন পরীক্ষা করা হয়েছে। কয়েকটি ব্যালটে পরীক্ষামূলক ভোট দিয়ে তা সবার সামনে মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হয়, যাতে ফলাফল নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

মিলনায়তন ও শহীদ মিনারে স্থাপিত ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সরাসরি ভোট গণনার পুরো প্রক্রিয়া দেখানো হচ্ছে। মঞ্চে ছয়টি ব্যালটের জন্য ছয়টি ওএমআর মেশিন বসানো হয়েছে। একে একে প্রতিটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা এবং এজেন্টদের সামনে।

পর্যবেক্ষণে রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা। শিক্ষার্থীরাও সরাসরি বড় পর্দায় ভোট গণনা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন, সিনেটের ছাত্র প্রতিনিধির ৫টি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের মধ্যে নারী ৩৯ দশমিক ১০ শতাংশ এবং পুরুষ ৬০ দশমিক ৯০ শতাংশ।