
মোস্তাকুর রহমান জাহিদ, সালাউদ্দিন আম্মার ও এস এম সালমান সাব্বির
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৪ ভোট।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।
জিএস পদে ১১ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭টি। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৫ হাজার ৩৯১টি।
এ দিকে এজিএস পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ছাত্রশিবিরের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রার্থী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট। তাদের মাঝে ভোটের ব্যবধান ১ হাজার ২০টি।
ভোররাত পর্যন্ত ভোট গণনা শেষে শুক্রবার সকালে এই অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করবে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ব্যালট বাক্স মিলনায়তনে আনা হয় এবং রাত ৮টায় গণনা শুরু হয়।
রাকসুর ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন।
এই নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত প্যানেলগুলো হলো- ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।



























