শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৯ অক্টোবর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার

শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও জারা


teachers-movement

আন্দোলনরত শিক্ষকদের খোঁজ-খবর নিতে ভোরে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা। ছবি: সংগৃহীত

বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা আট দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। টানা অনশন ও কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক।

রোববার (১৯ অক্টোবর) সকালে আন্দোলনরত শিক্ষকদের খোঁজখবর নিতে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। এ সময় তারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ফেসবুকে একটি পোস্টে তাদের সফর এবং পরামর্শের বিষয়টি তুলে ধরেন।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা সোমবার শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছেন। খালি থালা ও প্লেট হাতে নিয়ে এই মিছিল করবেন তারা— যা প্রতীকীভাবে তাদের বঞ্চনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ।

শনিবার রাতে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, কিন্তু নিজেদের জীবনে এখনো নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা পাইনি। খালি থালা হাতে রাস্তায় নামা এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে— এটা শুধু প্রতিবাদ নয়, এটা আমাদের অন্তরের কান্না।

তিনি আরও বলেন, সরকার চাইলে চাইলে মুহূর্তেই এ সংকটের সমাধান করতে পারে। “আমরা করুণা নয়, মর্যাদা চাই,” — যোগ করেন তিনি।

উল্লেখ্য, বাড়ি ভাতা ২০ শতাংশ হারে প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাত্র ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হলে শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করেন।

এরপর থেকে সারাদেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে, বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম।