
শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২১৯ জন প্রার্থী। রোববার রাত ১০টা ১০ মিনিটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে সই করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন। তথ্যটি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে জানা যাবে। যুক্তিসংগত কোনো কারণে প্রয়োজনে ফলাফল সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর থেকে
পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৬ অক্টোবর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এতে অংশ নিতে পারবেন। ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষার কেন্দ্র ছিল কেবল ঢাকা মহানগরে। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে ঠিক কতজন প্রার্থী অংশ নিয়েছেন, সে তথ্য প্রকাশ করেনি পিএসসি।
৬৮৩ পদে প্রভাষক নিয়োগ
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে প্রভাষক পদে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি পদে নিয়োগ দেওয়া হবে। বিভাগভিত্তিক শূন্যপদের মধ্যে বাংলা বিভাগে সবচেয়ে বেশি ৬১টি পদ রয়েছে।
এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এই বিশেষ বিসিএসকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ফল প্রকাশের পর থেকেই কমিশনের ওয়েবসাইটে ভিড় করছেন প্রার্থীরা।





























