শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ২০ অক্টোবর ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড


scholarship

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে। এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
এসএসসি ও সমমান পরীক্ষায় প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে বিজ্ঞানে জিপিএ ৫.০০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.৭৫ থাকতে হবে। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের জন্য সব বিভাগে জিপিএ ৪.০০ প্রযোজ্য।

এইচএসসি ও সমমান পরীক্ষার ক্ষেত্রে প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের জন্য বিজ্ঞানে জিপিএ ৪.৮০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.৫০ নির্ধারণ করা হয়েছে। প্রবাসে মৃত কর্মীর সন্তানের জন্য সব বিভাগে জিপিএ ৪.০০ প্রযোজ্য।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে জিপিএ ৩.৫০ এবং মৃত কর্মীর সন্তানের জন্য জিপিএ ৩.০০ প্রয়োজন।

আবেদনের শর্তাবলি
প্রবাসী কর্মী বা মৃত কর্মীর প্রমাণপত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, দূতাবাসের প্রত্যয়নপত্র, এনআইডি কার্ডের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, ব্যাংক হিসাব ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট জমা দিতে হবে।

বৃত্তির মেয়াদ
এসএসসি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা দুই বছর পর্যন্ত, এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা স্নাতক বা মেডিকেল পর্যায়ে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত এবং ডিপ্লোমা শিক্ষার্থীরা চার বছর পর্যন্ত শিক্ষাবৃত্তি পাবেন।

আবেদনের শেষ সময়
অনলাইনে আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। বিস্তারিত তথ্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।