শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১ অক্টোবর ২০১৪, ১২:০৫ পূর্বাহ্ন
শেয়ার

ওবামার নৈশভোজে উপোস মোদি


obama-modiমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত নৈশভোজে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মীয় রীতি অনুযায়ী উপোস পালন করছেন মোদি।

তাই এলাহি আয়োজন থাকলেও উপোস ভাঙলেন না তিনি। শুধু যা গরম জল পান করেছেন।

মঙ্গলবার ভারতের একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নবরাত্রির ৯ দিনের উপোসের মাঝেই মার্কিন সফরে গিয়েছেন মোদি। ওবামার নৈশভোজের আসরে এ দিন মেন্যুতে ছিল অ্যাভোকাডো উইথ গোট চিজ অ্যান্ড বেবি বেল পেপারস, ক্রিসপড হ্যালিবাট উইথ জিঞ্জার ক্যারট সস ও ম্যাঙ্গো ক্রেম ব্রুলে।

মোদির জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করলেও ভক্তপ্রাণ নরেন্দ্র উপোস ভেঙে তার কিছুই দাঁতে কাটেননি।

প্রতিবেদনে জানানো হয়, মার্কিন ক্যাবিনেটের সদস্যরা মোদির শুধু গরম জল পানে কিছুটা অপ্রস্তত হয়ে পড়েন। ভাবতে থাকেন হয়তো খাবার পছন্দ হয়নি তার। কিন্তু তাদের সকলকেই আশ্বস্ত করেছেন মোদি।

প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির উপোস শক্তি, ক্ষমতা ও অনুপ্রেরণা দেয় তাকে। এ দিন ওবামার সঙ্গে টানা ৯০ মিনিট বৈঠক করেন মোদি।