রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

কালশীর ভবনের আগুন নিয়ন্ত্রণে


FIre Kalshi

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় এক বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত ১০টার কিছু পর ছয়তলা ভবনের সর্বোচ্চ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার প্রায় ২০ মিনিট পর প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির নিচতলায় ‘বিবাহ বাড়ি’ নামের একটি কমিউনিটি সেন্টার থাকলেও সেখানে কোনো অনুষ্ঠান চলছিল না। আগুন লাগে ষষ্ঠ তলায়, যেটি ছিল পরিত্যক্ত, সেখানে বেশ কিছু পুরনো আসবাব এবং কাগজপত্র ছিল।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। আগুনের অবস্থান ভবনের শীর্ষ তলায় হওয়ায় শুরুতে স্থানীয়দের পক্ষে নেভানোর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ চলছে।