শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ অক্টোবর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

দুর্ঘটনায় বন্ধ মেট্রোরেল সেবা, ভোগান্তিতে রাজধানীবাসী


metro-railরাজধানীর ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারী নিহত হওয়ার পর আজ রোববার দুপুরে বন্ধ হয়ে যায় মেট্রো রেলের চলাচল। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আংশিকভাবে সেবা চালু করা হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল এখনো বন্ধ রয়েছে।

এই আকস্মিক স্থবিরতায় রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন ও প্রেস ক্লাব এলাকায় যানবাহনের চাপে সড়কে চলছে ধীরগতি। অফিস ছুটির সময় ঘনিয়ে আসায় গণপরিবহনে যাত্রীদের ভিড় আরও বেড়ে যায়।

trafic

রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনগুলোতে যাত্রীর চাপ বাড়ায় তীব্র যানজট দেখা দিয়েছে

বাংলামোটর থেকে উত্তরা দিয়াবাড়ী যাচ্ছিলেন রোকসানা পারভীন। তিনি বলেন, “অফিসে বসেই দুর্ঘটনার খবর জানতাম না। মেট্রো স্টেশনে এসে দেখি সব বন্ধ। এখন বাসেও ওঠা যাচ্ছে না— সব জায়গায় ভিড়।”

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দুর্ঘটনাস্থলের তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। দ্রুত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিএমটিসিএল জানিয়েছে, “সম্মানিত যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও সহযোগিতার জন্য সকল যাত্রীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”

এদিকে, সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা মানুষদের মুখে একটাই প্রশ্ন— “কখন আবার চালু হবে মেট্রোরেল?” রাজধানীবাসীর জন্য যা একসময় স্বস্তির প্রতীক ছিল, আজ তা পরিণত হয়েছে দিনের সবচেয়ে বড় ভোগান্তির কারণ।