রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

ভারতের পররাষ্ট্র সচিবকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা


touhid Hossen

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ।। ফাইল ছবি

সম্প্রতি ভারত সরকারের আমন্ত্রণে দেশটি সফর করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক। সফরের সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মন্তব্যের পর সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত সফরে যাওয়া সাংবাদিকরা বিক্রম মিশ্রির বক্তব্যে পাল্টা প্রশ্ন না তোলায় তিনি হতাশ হয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, ‌‘আমাদের সাংবাদিকরা যখন ভারতে গিয়েছিলেন, তখন ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন—তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন দেখতে চান। এটা শুনে আমার মনে হয়েছে, সাংবাদিকদের কেউ জিজ্ঞেস করতে পারতেন—গত ১৫ বছর ধরে কেন এই বিষয়টি নিয়ে তারা কথা বলেনি? আগের নির্বাচনের সময় কি এই ফর্মুলা প্রযোজ্য ছিল না? কিন্তু কেউ প্রশ্নটি তোলেননি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি অবাক হয়েছি, কারণ দলে ছিলেন অনেক অভিজ্ঞ সাংবাদিক। বিক্রম মিশ্রি এমনভাবে কথাটা বলেছিলেন যে, প্রশ্ন করার সুযোগ ছিল। বিব্রত না করেও প্রশ্ন তোলা যেত।’

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আদালতের নির্দেশ অনুসারে আনুষ্ঠানিকভাবে ফেরতের আবেদন জানিয়েছি। ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি, তারা বিষয়টি নিজেদের মতো করে বিবেচনা করছে।’

জাতিসংঘের নতুন আবাসিক প্রধানকে বাংলাদেশে নিয়োগের ছাড়পত্র নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘এমন কেউ আসবেন না, যিনি সমস্যা তৈরি করবেন।’

তবে বাংলাদেশ কি নতুন কাউকে চােইছে? এমন প্রশ্নে তার উত্তর- ‘আমি এর বেশি কিছু বলতে চাই না।’