শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

প্রাইম ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি নেয়ামুল হক এফসিএস


neyamul

নেয়ামুল হক এফসিএস

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি নেয়ামুল হক এফসিএস-কে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেয়ামুল হক এফসিএস ২০২৩ সাল থেকে প্রাইম ব্যাংকের বোর্ড সেক্রেটারি ও করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে দায়িত্ব পালন করে আসছেন।

প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি এসিআই ফরমুলেশনস পিএলসি’র কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৭ বছরের বেশি সময় ধরে তিনি লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এসিআই পিএলসি’র মতো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।