রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩১ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু


Akhter BGB

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার ২০ দিন পর মারা গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেন। তিনি কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং ভোলা জেলার বাসিন্দা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, গত ১২ অক্টোবর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পেতে রাখা একটি মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন নায়েক আক্তার হোসেন। এতে তার বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রথমে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে টানা ২০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।

লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম জানান, আক্তার হোসেনের মরদেহ ঢাকাস্থ সিএমএইচের মর্গে রাখা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে মরদেহ তার নিজ জেলা ভোলায় নেওয়া হবে। পরে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হবে।