শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৮ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শেয়ার

১৩ নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি


DMP

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

রাজধানীতে ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য আন্দোলন বা অবরোধের হুমকির প্রেক্ষিতে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫০ থানার পুলিশ সদস্যদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন বলেন, ‘যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম, নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।’

তিনি আরও জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন উসকে দেওয়ার প্রচেষ্টা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়গুলো পুলিশের নজরদারিতে রয়েছে। এসব পেজ ও গ্রুপ শনাক্তে সাইবার ইউনিট কাজ করছে।

ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাজধানীতে হঠাৎ ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে। প্রতিদিনই এ ধরনের অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘আমরা প্রতিনিয়ত মাঠে আছি। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।’

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অভিযান, গোয়েন্দা কার্যক্রম এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।