
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ।। গ্রাফিক্স
রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির পরিচয় এখানো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। তারপর নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে একজনকে আনা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



























