1`
পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। পুলিশ বলছে, তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের এ ব্লকের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য, তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক জানান, মুখোশ পরা দুই হামলাকারী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর মামুন দৌড়ে হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করেন, হোঁচট খেয়ে পড়ে গেলে পেছন থেকে হামলাকারীরা আবার গুলি করে পালিয়ে যায়।
হাসপাতালের নিরাপত্তা কর্মীরা জানান, মামুন মূল গেট পেরিয়ে রাস্তায় আসার পরই তাকে লক্ষ্য করে গোলাগুলি শুরু হয়। আতঙ্কে আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন। হামলাকারীরা গুলি চালিয়ে দ্রুত কবি নজরুল কলেজের দিক দিয়ে পালিয়ে যায়।
নিহত মামুনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঢাকার আফতাবনগরে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ জানায়, তিনি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। তিনি মামলার বাদী না আসামি- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লালবাগ বিভাগের উপ-কমিশনার আহসান উদ্দিন সামি বলেন, নিহত তারিক সাইফ মামুন একসময় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দ্বন্দ্ব চলছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


























