রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১১ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শেয়ার

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ


NCP Cocktail

এনসিপির নেতা-কর্মীরা ককটেল হামলার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলেও তার মধ্যে একটি বিস্ফোরিত হয়। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটেছে।

এনসিপির নেতা-কর্মীরা ককটেল হামলার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। পরবর্তীতে তাদেরকে পুলিশরে হাতে তুলে দেওয়া হয়।

এর আগে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তারও আগে দিনের শুরুতে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।