শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১১ নভেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে আবারও বাসে আগুন


Bus-Fire

সন্ধ্যা ৭টার দিকে সূত্রাপুরে একটি বাসে আগুন লাগে

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চালু থাকা বাসটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা যেন বাড়ছেই। এর আগের দিন সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার খবর জানিয়েছিল ফায়ার সার্ভিস। একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেট কারে আগুনের ঘটনাও ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অন্তত আরও তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ে শহরজুড়ে উদ্বেগ বাড়ছে।