শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৪ নভেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
শেয়ার

জেনেভা ক্যাম্পে ককটেল ফ্যাক্টরির সন্ধান


Geneva camp

জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনে ককটেল তৈরি করা হচ্ছিল

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। এখানে একটি ভবনের ছাদ থেকে বিপুল সংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনে ককটেল তৈরি করা হচ্ছিল।