রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৮ অক্টোবর ২০১৪, ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার

বিমানের মধ্যেই বিয়ে ৫৮ দম্পতির


airplane marraigeমেঘের মাঝে বিয়ে করবেন। এই স্বপ্ন সত্যি হলো চীনের ৫৮ দম্পতির। বেইজিং গামী বিমানে বিয়ে করলেন ওই ৫৮ দম্পতি। বিয়ের রীতিনীতি সবকিছু হয় ওই বিমানের মধ্যেই। হয় চুম্বন, ফুল বিনিময়। বিমানের অন্যান্য যাত্রীরাও সেখানে যোগ দেয় ও অভিনন্দন জানায়।

সূত্রের খবর, ওই দম্পতিরা সবাই একই সংস্থায় কাজ করেন। ‘গ্রুপ ম্যরেজ’ -এর ধারণায় এটা একটা নতুন সংযোজন। গত আগস্টে গ্রেপ ফেস্টিভ্যালে গিয়ে বিয়ে করেন ১০০ দম্পতি। -ওয়েবসাইট।