
শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। পথে মিছিল থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজন করা হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো রাস্তায় অস্থিরতা সৃষ্টি করে শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু এতে বিচার প্রক্রিয়া প্রভাবিত হবে না। তারা বলেন, বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, “আমরা এখানে দাঁড়িয়েছি—গত ১৬ বছরে বিএনপি এবং জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিচার চাইতে। আমরা দাঁড়িয়েছি জুলাইয়ের ১ হাজার ৫০০ শহীদের পরিবারের পক্ষ থেকে। আমরা শাহবাগ দখল করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি।”
তিনি আহ্বান জানান, বিচার বিভাগ যেন বিগত ১৬ বছরের হত্যাকাণ্ড, গুলিবর্ষণ, মায়েদের বুক খালি হওয়ার সব ঘটনা স্মরণ রেখে সোমবারের রায় প্রদান করেন।
জাহিদ আহসান আরও বলেন, “বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে। কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা—সবাই শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হবেন।”
রায় ঘোষণার একদিন আগে রাজধানীতে ছাত্রশক্তির এই মশাল মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।



























