শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিত্যক্ত গাড়িতে আগুন


Fire Keranigang

রাত ১০টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভেতরে ডাম্পিংয়ে রাখা একটি পরিত্যক্ত লেগুনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, সংবাদ পেয়ে রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের ধরন এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—লেগুনাটিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ডাম্পিংয়ে থাকা লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি হঠাৎ এসে পরিত্যক্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই সময়ে থানায় প্রবেশ করা এক নারী চিৎকার করে ওঠায় তারা দ্রুত সরে পালিয়ে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই থানার ভেতর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন জানান, এটি উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা নাকি কেবলই দুর্ঘটনা—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।