শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শেয়ার

হাজারবার ফাঁসিও হাসিনার জন্য কম: স্নিগ্ধ


snigdho

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সাথে কথা বলছেন মীর স্নিগ্ধ

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ যে মাত্রার, সে হিসেবে তাকে হাজারবার ফাঁসি দিলেও তা কম হবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

স্নিগ্ধ বলেন, ৫ আগস্টেই শেখ হাসিনার ‘অন্যায়-অপরাধের’ বিচার জনগণের রায়ের মাধ্যমে হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় প্রকাশ বাকি।

তিনি বলেন, গুম-খুনসহ নানা নির্যাতনের শিকার পরিবারগুলো গত ১৭ বছর ধরে ন্যায়বিচার প্রত্যাশা করছে। তাদের একটাই দাবি, শেখ হাসিনার ফাঁসি।