রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৭ নভেম্বর ২০২৫, ৪:০৩ অপরাহ্ন
শেয়ার

বিবাহবার্ষিকীতে মৃত্যুদণ্ড পেলেন শেখ হাসিনা


Hasina marrage

নিজের ৫৮তম বিবাহবার্ষিকীতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ সোমবার (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

১৭ নভেম্বর শেখ হাসিনার বিয়ের তারিখ। ১৯৬৭ সালের এই দিনে তিনি পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী মিয়ার (সুধা মিয়া) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

শেখ হাসিনার পাশাপাশি মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার তৃতীয় আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।