শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ১৯ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শেয়ার

রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


bus fire

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের মূল গেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি ভিক্টোরিয়া পরিবহনের বলে জানা গেছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার কিছু আগে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।