শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২১ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার

ইসির ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন


Nirbachon comition

নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সহকারী সচিব পর্যায়ের নয়জন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করেছে। এতে তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে, আর ছয়জনকে নতুন দপ্তরে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে স্বাক্ষর করেন শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয় থেকে মাঠ প্রশাসন পর্যন্ত কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাসের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে জনবল পরিবর্তন অব্যাহত আছে।

এর আগে নির্বাচন-সংশ্লিষ্ট কাজের গতি বাড়াতে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে নতুন জায়গায় বদলি করা হয়েছিল।