
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারটি ভবনে ধস ও ফাটলের ঘটনা ঘটেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবন ধসে পড়েছে, আর কলাবাগান ও বাড্ডায় দুটি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং ভবনগুলো হেলে পড়েছে বলে জানা গেছে।
এছাড়াও চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। তবে, যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে।


























