শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ নভেম্বর ২০২৫, ৮:১৫ অপরাহ্ন
শেয়ার

ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরে খসে পড়লো বিমের পলেস্তারা


airport

ছবি: সংগৃহীত

ভূমিকম্পের ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর দ্বিতীয় তলায় ক্যানোপির একটি বিমের পলেস্তারা খসে পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ দ্রুতই শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর টার্মিনাল-২ ক্যানোপির দ্বিতীয় তলায় চার নম্বর ফটকের পাশের একটি বিম থেকে পলেস্তারা খসে পড়ে। সৌভাগ্যবশত তা কোনো যাত্রীর ওপর পড়েনি এবং টার্মিনালের মূল কাঠামোরও কোনো ক্ষতি হয়নি। ফলে বিমানবন্দর দিয়ে যাত্রী চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

ঘটনার সময় ক্যানোপিতে উপস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ভূমিকম্প শুরু হতেই যাত্রীরা আতঙ্কে চারদিকে দৌড়াতে থাকেন। ক্যানোপিতে অপেক্ষমাণ যাত্রী ও তাদের স্বজনরাও দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এর মধ্যেই সংশ্লিষ্ট বিমের পলেস্তারা খসে পড়ে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত মেরামতের উদ্যোগ নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।