
মেট্রোরেল স্টেশনে তৈরি হয়েছে ফাটল, খুলে পড়েছে টাইলসও
ভূমিকম্পের প্রভাবে মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ক্ষতির চিহ্ন দেখা গেছে। দেয়াল ও ফ্লোরে ফাটল তৈরি হয়েছে, পাশাপাশি খুলে পড়েছে বেশ কিছু টাইলস। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও মেট্রো কর্তৃপক্ষের দাবি—মূল কাঠামো অক্ষত রয়েছে, তাই আতঙ্কের কোনো কারণ নেই।
বিজয় সরণি স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে বড় ধরনের ফাটল দেখা যায়, যা আপাতত ঢাকা হয়েছে আস্তর দিয়ে। দেয়াল থেকে খুলে পড়া টাইলসও মাস্কিং টেপ দিয়ে আটকানো হয়েছে। ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে স্টেশনে কর্মরত রুম কন্ট্রোলার আপত্তি জানিয়ে ক্যামেরার দিকে তেড়ে আসেন এবং কোনো মন্তব্য করতে রাজি হননি।
কারওয়ানবাজার, মিরপুর ১০ এবং পল্লবী স্টেশনেও একই চিত্র। দেয়াল ও ফ্লোরের বিভিন্ন জায়গায় ফাটল দেখে যাত্রীরা শঙ্কা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পেই যদি এমন অবস্থা হয়, তাহলে ট্রেন চলাচলের স্বাভাবিক কম্পন দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।
তবে এসব ফাটলকে গুরুতর বলে মনে করছে না মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমআরটিটিডিপি লাইন-৫–এর প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানিয়েছেন, ট্রেন চলাচলের কারণে সৃষ্ট স্বাভাবিক কম্পন বিবেচনায় রেখেই এমআরটি-৬ লাইনের ডিজাইন করা হয়েছে।



























