শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৩ নভেম্বর ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
শেয়ার

রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান, ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তির ঘোষণা


Rokomari

এবারের আয়োজন থেকে ‘প্রজেক্ট হাসিমুখ’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দেওয়া হয়

বাংলাদেশে অনলাইন বই বিপণনে অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকমের আয়োজনে ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে চার বিভাগ—ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার এবং একাডেমিক- মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক এহতেশামস রাকিব, সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।

এ ছাড়া লেখক, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক এবং বই-শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার ও একাডেমিক বিভাগে প্রথম হন যথাক্রমে ইলমা বেহরোজ, মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, ড. মিজানুর রহমান আজহারি এবং কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ।

এবারের আয়োজন থেকে বই শিল্পের পেছনে থাকা কর্মীদের সন্তানদের জন্য ‘প্রজেক্ট হাসিমুখ’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ছাপাখানার শ্রমিক, বাঁধাইকর্মী, টুকরিওয়ালা—বই-সম্পর্কিত সকল কর্মীর সন্তানদের বার্ষিক দশ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে।