শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২৩ নভেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
শেয়ার

নারী নির্যাতন মামলায় মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার


Kashemi

মামুনুর রশিদ কাসেমী ।। ছবি: সংগৃহীত

শরীয়াহভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক।

ওসি মনিরুল হক জানান, কাসেমীর স্ত্রী দুই দিন আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কাসেমী বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।