
চেয়ারম্যান ড. আবদুল মোমেন ।। ফাইল ছবি
দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টি বা অযাচিত প্রভাব খাটানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে আনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)—এমন সতর্কবার্তা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সাংবাদিকরা দুদকের ওপর রাজনৈতিক বা প্রশাসনিক চাপ আছে কি না জানতে চাইলে চেয়ারম্যান স্পষ্টভাবে বলেন, “যারা অযাচিতভাবে দুদকের কাজে হস্তক্ষেপ করবেন, ভবিষ্যতে তাদের নাম-পরিচয় প্রকাশ করা ছাড়া আর কোনো পথ থাকবে না।”
মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীমও উপস্থিত ছিলেন।


























