শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার

৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে


Korail Fire 2

ভয়াবহ এই আগুনে বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে

প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

ভয়াবহ এই আগুনে বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বস্তিটির অধিকাংশ বাসিন্দাই পোশাক কারখানার কর্মী, রিকশাচালক, হকার ও দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় অনেকে ঘরে ছিলেন না, ফলে অনেকেই ফিরে এসে নিজেদের ঘর আগুনে পুড়তে দেখেন। টিন, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘরগুলো মুহূর্তে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন লাগার পরপরই পুরো বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।