শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ৩০ নভেম্বর ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার

বিজয় মাসের কর্মসূচি স্থগিত করলো বিএনপি


BNP

মহান বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে পহেলা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ এবং ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশ করার কথা ছিল।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলটির ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচী ঘোষণা করেছিলেন। ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে ‘বিজয় মশাল রোড শো’ শুরু হওয়ার কথা ছিল। এরপর পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুরে রোড শো ও সমাবেশ আয়োজিত হওয়ার কথা। প্রতিটি বিভাগে একজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা এবং একজন জুলাইযোদ্ধা প্রতীকী মশাল বহন করার কথা ছিল।

এ কর্মসূচির চূড়ান্ত পর্বে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।