রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২১ ফেব্রুয়ারী ২০১৫, ৭:০৬ অপরাহ্ন
শেয়ার

এবার পিছিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়!


dhaka-universityএকুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এবার পিছিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিবছর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবছর তা করা হয়নি।

ক্রমিক অনুযায়ী এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ২০নম্বর সিরিয়ালে ১২টা ১৭মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। অথচ প্রতিবছর ৪ বা ৫ নম্বর সিরিয়ালেই শ্রদ্ধা নিবেদন করে থাকে ঢাবি।

দেশ সেরা এই বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে প্রথম হলেও শ্রদ্ধা নিবেদনে তারা পিছিয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

এছাড়া মন্ত্রীপরিষদ, ১৪ দল, বিরোধী দল, তিন বাহিনীর প্রধান, ইন্টার পার্লামেন্টারী এসোসিয়েশন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারবৃন্দ, স্বতন্ত্র সংসদ, অ্যাটর্নি জেনারেল, সেক্টরস কমান্ডার ফোরাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।